ইসলামিক উক্তি বাণী স্ট্যাটাস নিয়ে আজকের এই লেখা নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আশাকরি আপনাদের কাজে দিবে।
যেই মন তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না। সেই মন তোমাকে কি করে কবর হতে জান্নাতে নিবে বলো।
রমজান মাস নিয়ে স্ট্যাটাস
এক এক করে যাবে চলে মাহে রমযান,
কি করে দিবো আমি তার প্রতিদান.
ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত.
কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত.
শপথ নিলাম আজকে সবাই
রাখবো সকল রোজা
মিথ্যে কথা বলবো না আর
কমবে পাপের
বোঝা।
সর্বদা ছোট
ছোট গুনাহ
গুলো থেকে
নিজেকে বাঁচিয়ে
রাখো। কেননা
মানুষ কখনো
পাহাড়ের সাথে
হোঁচট খায়
না। ছোট
পাথরের সাথে
খায়।
---- হযরত আলী ( রাঃ )
ঘুমানোর আগে
আল্লাহর কাছে
মাফ চেয়ে
নেবেন। হতেও
তো পারে, আজ আপনার
শেষ রাত।
জ্ঞানী ব্যক্তি
আগে চিন্তা
করে, পরে কথা
বলে। বোকা
ব্যক্তি আগে
কথা বলে, পরে চিন্তা
করে।
---- হযরত আলী
মিথ্যা থেকে
দূরে থাকো, কেননা মিথ্যা
চেহারাকে কালো
করে দেয়। ---- হযরত মোহাম্মদ
( সঃ )
বছর ঘুরে আবার এলো
পবিত্র সেই রোজা
পাপ পূণ্যের হিসেব করে
চলবো সঠিক
সোজা।
মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই,
দুচোখ বন্ধ
হলে দেখবে
পাশে কেউ
নাই।
যাকে তুমি আপন ভাবো সে হবে পর,
আপন হবে
নামাজ, রোজা অন্ধাকার
কবর।"
সব সময়
একটা কথা
মনে রাখবেন।
আল্লাহর সিদ্ধান্ত
আপনার ইচ্ছার
থেকেও উত্তম।
ওজু করার
পর আকাশের
দিকে তাকিয়ে,
কালিমাশাহাদাত পাঠ
করিলে 49 কোটি নেকি
আমল নামায়
লেখা।
ওই দেখ ! বন্ধু সকল . . . ঐযে অমূল্য
ধনের খনি
। আজকে
কে নেবে
বল হীরে , পান্না , জহরত
আর মণি
পারাে যদি
নিতে নিজের
করে , তবে হবে
আখেরাতের ধনি . . .
ওই দেখ! বন্ধু সকল… ঐযে অমূল্য ধনের খনি
আজকে কে নেবে বল হীরে,পান্না ,জহরত আর মণি
পারো যদি নিতে নিজের করে,তবে হবে আখেরাতের ধনি
হবে নাকি কেউ আখিরাতের ধনি?চাও নাকি কেউ অমূল্য ধনের খনি?
উড়ছে পাখি গাচ্ছা গান.. মাহে রমজানের আহবান.. ওরে বন্ধু মুসলমান পড়তে থাকো আল কোরান... কোরান পড় বেশি বেশি শেয়ার করো বেশি বেশি
স্বামী খুশি
থাকা অবস্থায়,
কোনো স্ত্রী
মারা গেলে
সে স্ত্রী
জান্নাতি।
--- হযরত মোহাম্মদ
( সাঃ )
কাউকে বার
বার ডাকলে
রাগ করে
কিন্তু, আল্লাহ
কে বার
বার ডাকলে
তিনি খুশি
হন।
রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ
আল হাদিস
আম্মুকে আজ বলছে খোকা
রাখবে ত্রিশ রোজা,
চাইবে ক্ষমা করতে জমা
ভালো কাজের
বোঝা।
হাজারটা ধর্মের
মধ্যে আমরা
মুসলমান, আলহামদুলিল্লাহ।
এটাই আমাদের
সৌভাগ্য।
নামাজ পড়তেই
থাকুন, হতাশ হবেন
না। বিশ্বাস
রাখুন, আল্লাহ সব
কষ্ট দূর
করবেন।
নামাজকে কখনো
কাজের দোহাই
দিও না। হতে পারে
এটাই তোমার
শেষ নামাজ।
যাঁরা সবসময়
আল্লাহকে স্মরণ
করে, তাঁরা জীবনের
প্রতিটা কাজে
সফল হয়।
পূর্ণিমার চাঁদকেও
হার মানিয়েছিল।
হযরত মোহাম্মদ
( সাঃ ) এর সৌন্দর্য।
72 টা তীরের
আঘাতেও জুম্মার
নামাজ ছাড়েনি।
নবীজির প্রিয়
নাতি হোসাইন
(রাঃ)
সন্তানের উত্তম
আচরণ ও
শ্রদ্ধা পাওয়ার
সবচেয়ে বেশি
অধিকারী হচ্ছেন
মা। সে
মাকে কখনো
কষ্ট দিও
না।
---- হযরত মোহাম্মদ
( সঃ )
চুল পড়া
কমানোর দোয়া।
মুসাল্লামা তুল্লা
শিয়াতা ফি-হা।
মন্দ কাজ ত্যাগ করতে
চায় সব রোজাদার,
মাস শেষে পূণ্য ধরতে
আছে যত
বোঝা যার।
গেল রাত
এল দিন, ফিরে এল
জুম্মার দিন। জুম্মার সময়
করবেনা লসস, জুম্মার নামাজ
গরীবদের হজ্জ।
জলদি যাও
নামাজ পরতে, গুরুত্ত দাও
এই দিনটাকে।
হেপ্পী জুম্মাহ
মোবারক টু
মাই অল
ফ্রেন্ড।
রোজাদারের মুখের দুর্গন্দ আল্লাহর কাছে মেশকের বেশী ঘ্রানযুক্ত
আল হাদিস
এলো রে এলো. ওই মাহে রমজান
মানবজাতির তরে আল্লহতায়ালার শ্রেষ্ঠ দান
পুণ্যের সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান
জং গুলো সব ঝোরে গিয়ে,ঈমান করবে শাণ
রহমতেরই ডালি নিয়ে আসছে ওই!মাহে রমজান!
মানবজাতির তরে
আল্লহ তায়ালার
শ্রেষ্ঠ দান
পুণ্যের সূর্য
উদয় হয়ে , পাপের হবে
অবসান জং
গুলাে সব
ঝােরে গিয়ে , ঈমান করবে
শাণ . . . এলো
রে এলো
হে মাহে
রমজান।
কাবা ঘরের
জমিন হচ্ছে, পৃথিবীর সর্ব
প্রথম জমিন।
সুবহানআল্লাহ
সামনে আসছে রোজা,হালকা কর গোনাহেরবোঝা,যদি কর পাপচেয়ে নাও মাফ.এসো নিয়তকরি,আজ থেকে সবাই পাঁচওয়াক্ত নামাজ পরি.
যে ধর্মে
মুচকি হাসি
দিলেও সাওয়াব
পাওয়া যায়। সেটাই আমাদের
ইসলাম ধর্ম।
বিধান মেনে পালন করুন
পবিত্র মাহে রমজান,
পাপ থেকে মুক্তি পাবেন
পরকালে সম্মান।
বিখ্যাত হওয়ার
চেয়ে, বিশ্বস্ত হওয়া
অধিক উত্তম। ---- হযরত মোহাম্মদ
( সঃ )
দুই সময়ের
দোয়া ফেরানো
হয় না। আজানের সময়
আর, বৃষ্টি পরার
সময়। সুবহানআল্লাহ।
যার দুঃখ
বেশি, তার প্রতি
আল্লাহর ভালোবাসাও
বেশি।
---- হযরত মোহাম্মদ
( সঃ )
শুধু অপেক্ষা
করুন, আপনিও সুখের
সাগরে ভাসবেন।
ইনশাআল্লাহ
ভুলেও যেন একটি রোজা তোমার বন্ধু! না হয় ক্বাযা
ফকীর নয় তারাবীর নামাযের পুণ্যের যেন হতে পারো রাজা
হেসে খেলে ভুল করে হায় ! পেওনা ভুলের কঠিন সাজা!
অর্ধেকটা খেজুর
দান করেও
তোমরা নিজেদের
জাহান্নাম থেকে
বাঁচাতে পারো।
যদি তা-ও না
থাকে, তবে সুন্দর
করে কথা
বলো।
----- সহী বুখারী
তিনবার সূরা
ইখলাস পড়ে
ঘুমালে, এক
খতম কুরআন
পড়ার সওয়াব
পাওয়া যায়।
মক্কা মদিনা
তোমার ঘরেই
আছে। যতদিন
তোমার মা
বেঁচে আছে। হযরত মোহাম্মদ
( সঃ )
তুমি তোমার 'মা'-কে খুশি
রাখো, আল্লাহ তোমাকে
খুশি রাখবেন।
হযরত মোহাম্মদ
( সঃ )
দেরি করে ঘুমাতে নিষেধ করেছেন, হযরত মোহাম্মদ ( সঃ )
ধ্বংস তার
জন্য, যার আজকের
দিনটা গতকালের
চেয়ে উত্তম
হলো না। ---- আল কুরআন
সামনে আসছে রোজা,হালকা কর গোনাহেরবোঝা,যদি কর পাপচেয়ে নাও মাফ.এসো নিয়তকরি,আজ থেকে সবাই পাঁচওয়াক্ত নামাজ পরি.
কাবা ঘরের
জমিন হচ্ছে, পৃথিবীর সর্ব
প্রথম জমিন।
সুবহানআল্লাহ
হাজারো হতাশার
মাঝে একটাই
ভরসা। আল্লাহ
যা করেন, ভালোর জন্যই
করেন।
রহমত বর্কত নাজাত পেতে
চাইতে হবে
দিনে রাতে।
ঈমান তোমার করতে তাজা
রাখতে হবে
ত্রিশ রোযা।
ঘুম থেকে
ওঠার দোয়া... আলহামদু লিল্লাহী-হিল্লাযী আহ্'ইয়ানা বা'দামা আমাতানা
ওয়া ইলাইহিন
নাশূর।
No comments:
Post a Comment