Wednesday, 4 September 2024

বিখ্যাত বাণী কালেকশন ২০২৪

বিখ্যাত বাণী নিয়ে আজকের এই আয়োজন আশা করি আপনাদের পছন্দ হবে। আর অবশ্যই এই বাণী গুলি শেয়ার করবেন।


চাওয়াই হচ্ছে পাওয়ার
প্রথম এবং প্রধান শর্ত।
(বুদ্ধদেববসু)

ছোট ছোট বিচ্ছেদ প্রেমকে গভীর
করে আর র্দীঘ বিচ্ছেদ
প্রেমকে হত্যা করে।
(
মিরবো)


জীবন যতক্ষন আছে
বিপদ ততক্ষন থাকবেই।
(
ইমারসন )

জীবন হচ্ছে ক্ষুদ্র
ক্ষুদ্র ঘটনার বৃহৎ
সমষ্টি মাত্র।
(
জনম্যানফিল্ড)

জীবনে অনেককে ভাললাগে ,
ভাললাগা ভালবাসা নয়,
ভালবাসা সাময়িক।

যা ভাবা যায় তা করা যায় না।
(
সুনীল গঙ্গোপাধ্যায়)

প্রেম যা পুরষের জীবনে কেবল
একটা অনুকাহীনি মাত্র,
নারীর জীবনে তা সমগ্র ইতিহাস।
(মাদাম দ্য সত্মায়েল)

প্রেমে পরলে ছেলেরা হতাশ
হয় আর মেয়েরা হয়
দুঃসাহসী।

পুরষ মানুষের ভালবাসা
হতেও যতক্ষন যেতেও ততক্ষন।
(
সুনীল গঙ্গোপাধ্যায় )

ভালোবাসার ক্ষেত্রে যারা অযোগ্য
তারাই ব্যর্থ প্রেমিক।

ভাললাগা ভালবাসা নয়।
(
প্রবোদ কুমার সান্যাল)

মিথ্যা প্রেমের চেয়ে সত্য
আঘাতও অনেক ভাল।

মেয়েদের মন
সবথেকে বড় হেয়ালী।

মেয়েরা খুব বেশী হেয়ালী হয়।
রাগঢাক পছন্দ করে এবং অভিমানী

শিশু এবং নারী দু শ্রেনী
নিজের স্বার্থ সর্ম্পকে খুব সজাগ।

সুখটা সম্পূর্ন মনের ব্যাপার

সম্পূর্ন দু ধরনের
চরিত্রের দুটি মানুষ একজন
আরেকজনকে ভালবাসতে পারে না।

আরও পড়ুন: প্রেম নিয়ে উক্তি

No comments:

Post a Comment